শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
ইতালির কাছে হেরে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১:২৭ পিএম |

ইতালির কাছে হেরে বিশ্বকাপ শুরু ব্রাজিলেরছবি- সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনেই উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ে আসর শুরু করেছিল স্বাগতিক আর্জেন্টিনা। তবে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের টুর্নামেন্টটিতে যাত্রা সুখকর হলো না। ইতালির যুবাদের কাছে হারে বিশ্বকাপ মিশন শুরু করল নেইমার-ভিনিসিয়াস জুনিয়রের শিষ্যরা।

রোববার (২১ মে) রাতে আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ইতালির অনূর্ধ্ব-২০ দল। রুদ্ধশ্বাস এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ইতালি। তাদের হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি। আর ব্রাজিলের হয়ে জোড়া গোল করে ব্যবধান কমান মার্কোস লিওনার্দো।


এদিন ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইতালি। যার ফলে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে সেলেসাও যুবারা। ১১ মিনিটে ডান পায়ের কিক থেকে ইতালির ডিফেন্সিভ মিডফিল্ডার মাত্তেও দলকে লিড এনে দেন। এরপর পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় থেকে ব্রাজিল।

ম্যাচে সমতায় ফিরতে মরিয়া ব্রাজিলের যুবারা উল্টো আবারও গোল হজম করে বসে। ২৭ মিনিটে কর্ণার কিকের শটে বল জালে জড়ান সিজার কাসেদাই। এরপর গোল ব্যবধান কমাতে মরিয়া ব্রাজিলের ভুলে নিজেদের তৃতীয় গোল পায় ইতালি। নিজেদের ডি-বক্সে ব্রাজিলিয়ান আর্থার ফাউল করলে পেনাল্টিতে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন কাসেদাই।

এতে ৩-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইতালি। ম্যাচে ফিরতে মরিয়া লাতিন জায়ান্টরা বিরতির পরও ইতালির রক্ষণে কোনো চিড় ধরাতে পারেনি। ফলে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত। ফরোয়ার্ড মারকুইনহোসের সহায়তায় গোলটি করেন ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দো।

আর ৮৭ মিনিটে মার্কোস আবারও গোলের দেখা পান। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডান প্রান্তের আক্রমণ ভাগের খেলোয়াড় স্যাভিও। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে। তবে বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২