আরেক মাইলফলক স্পর্শ করলেন সাকিব
|
![]() মাত্র ২৪ রান দূরে থেকে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সহজেই সেই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। শনিবার (১৮ মার্চ) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন তিনি। বাংলাদেশের হয়ে প্রথম এ মাইলফলক স্পর্শ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে ৭ হাজার রান করলেন সাকিব। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাকিব। প্রথম টাইগার বোলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। বিশ্বে সবমিলিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান সংগ্রহ এবং ৩০০ উইকেট শিকারের রেকর্ড ছিল মাত্র দুজনের। তারা হলেন শ্রীলঙ্কার মাতারা হারিকেন খ্যাত সনাৎ জয়াসুরিয়া এবং পাকিস্তানের বুমবুম শহীদ আফ্রিদির। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন ‘ডাবল’ অর্জন করলেন সাকিব। যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে বিশ্ব ক্রিকেটে আরও নজির স্থাপন করবেন তিনি-তা নিঃসন্দেহে বলা হয়।
|