বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১:০৩ পিএম |

দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনিছবি: সংগৃহীত

গত মাসেই ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছিলেন লিওনেল স্কালোনি। এবার দক্ষিণ আমেরিকার এ বছরের সেরা কোচের পুরস্কারও ওঠেছে তার হাতে।

দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ হওয়ার পথে স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট। ভোটাভুটিতে আর্জেন্টিনা জাতীয় দলের এই কোচের সঙ্গে দ্বিতীয় সেরা কোচের পার্থক্য ৭২ ভোটের।

দ্বিতীয় হয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা। গতবার পুরস্কারটি ফেরেইরারই জিতেছিলেন। কিন্তু স্কালোনির এ বছর প্রতিদ্বন্দ্বী ছিলেন না। ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসামা জয়ের পর বিশ্বকাপও জিতেছেন লিওনেল মেসি– ডিমারিয়াদের কোচ।

কাল বর্ষসেরা কোচের ভোটাভুটির ফল জানিয়েছে উরুগুয়ের সংবাদমাধ্যম ‘এল পাইস’।  স্কালোনির নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরেইরা পেয়েছেন ৩৫ ভোট। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মোট ২১৮ জন সংবাদকর্মী এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। ২৮ ভোট পেয়ে তৃতীয় ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে গত বছর কোপা লিবার্তোদোরেস জেতানো কোচ দরিভাল জুনিয়র।

এ নিয়ে মোট ৩৭ বারের মধ্যে ২১ বারই দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার কেউ। মোট ১২ জন আর্জেন্টাইন কোচ এ পুরস্কার জিতেছেন। সর্বোচ্চ পাঁচবার এ মহাদেশের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টাইন কার্লোস বিয়াঞ্চি।

দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের এই পুরস্কার ১৯৮৬ সাল থেকে দিয়ে আসছে ‘এল পাইস।’ এই মহাদেশের ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোচদের মধ্য থেকে সেরা বেছে নেওয়া হয়। ফেরেইরা তাই পর্তুগিজ হলেও ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে কাজ করায় প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। গত বছর পালমেইরাসকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান লিগ।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২