রাতে ঢাকা থেকে ছাড়া বাস নিয়ন্ত্রণ হারালো রংপুর গিয়ে, নিহত ২
|
![]() পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের নাইট কোচটি ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুজন নিহত হন। বাসটি খাদে পড়ে যাওয়ায় যাত্রীরা বাসের নিচে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ জানান, আহতদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
|