গতকাল বাংলাদেশ পল্লী উন্নয়ন
একাডেমী ( বার্ড)- এ আর্ন্তজাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে ‘জেন্ডার বৈষম্য
নিরসনে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার
আয়োজিত হয়। উক্ত সেমিনারে বার্ডের কর্মকর্তা , কর্মচারী , বার্ড মডেল
স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও টেকসই শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন
প্রকল্পের উপকারভোগীসহ মোট ১১৮ জন অংশগ্রহণ করেন। সেমিনারে জনাব নাছিমা
আক্তার পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ) ‘জেন্ডার বৈষম্য নিরসনে ডিজিটাল
প্রযুক্তি ও উদ্ভাবন কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক এক নিবন্ধ উপস্থাপন করেন।
অতঃপর ডঃ মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক ( প্রশাসন)-এর সভাপতিত্বে এক
উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক ( অ.দা.) ডঃ আবদুল করিম।
প্রধান
অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সম-অধিকারের
বিষয় উল্লেখ করা থাকলেও ডিজিটাল প্রযুক্তি খাতে নারীদের প্রতি বৈষম্য এখনও
বিদ্যমান। তাই সরকারি-বেসকারী খাতের এ বৈষম্য নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ
করা প্রয়োজন। উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন পল্লী সমাজতত্ত্বের উপ-পরিচালক
সাইফুন নাহার।