পিএসজিতে নতুন যে দায়িত্ব পেলেন এমবাপ্পে
|
![]() ক্যাসলকের বিপক্ষে গোলের উদ্বোধনই করেন এমবাপ্পে। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পান এই ফরাসি ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে আরও চারটি গোল করেন তিনি। এমবাপ্পে ছাড়া পিএসজির হয়ে বাকি দুই গোল করেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটো গোলে অ্যাসিস্ট করেছেন। দুর্দান্ত এক ম্যাচ শেষ করে নতুন এক সুসংবাদ পেলেন ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পে। আনুষ্ঠানিকভাবে তারকাবহুল পিএসজির সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ক্লাবটির কোচ গালতিয়ের এ ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা মৌসুমের শুরুতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এমবাপ্পে আমাদের সহ-অধিনায়ক হতে পারে। দলটির নিয়মিত অধিনায়কের পরিবর্তে এমবাপ্পে এই আর্মব্যান্ডের যোগ্যতা রাখে।’ এমবাপ্পের মাঠের পারফরম্যান্স নিয়ে কোচ আরও বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। আমি বলব না যে, সে পাঁচ গোল করে তার আত্মবিশ্বাস বাড়িয়েছে বরং সে তার মান ধরে রেখেছে।’ সূত্র: গোল ডটকম
|