জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের মতো একটা মুসলিম দেশের মুসলিম একজন নায়িকার এরকম পোশাক পড়া ঠিক হয় নাই-বলে এক ভক্ত মন্তব্য করেছেন তারই ফেসবুক পেইজ। বলেছেন,তার শালিনতা বজায় রাখা উচিত ছিল,তার তো দিন দিন অধপতন হয়েছে।
গত ৮ জানুয়ারি জয়া আহসান তার ফেসবুক পেজে খোলামেলা ৪টি ছবি পোস্ট করেন। ৫০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী তাতে মন্তব্য লিখেন।