Published : Saturday, 1 October, 2022 at 12:00 AM, Update: 01.10.2022 1:19:46 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে আকস্মিকভাবে পূজা মণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
তিনি শুক্রবার দাউদকান্দি উপজেলার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ।
এসময়
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোহাম্মদ শাহাদাত হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল
হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, গৌরীপুর ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপে
উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত জনতার সাথে কথা বলেন এবং
পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি দাউদকান্দি উপজেলার পূজা প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
দাউদকান্দিতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি
উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে পদ্ম এক্সক্লুসিভ (ঢাকা-মেট্রো-ব-১৪-০৭২১)
যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার ডিবি পুলিশ।
শুক্রবার
মহাসড়কের গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ডে রমজান আলীর চা দোকানের সামনে
চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্ম এক্সক্লুসিভ এর যাত্রীবাহী বাসে তল্লাশী করে
১৪ কেজি গাঁজা উদ্ধার এবং মোঃ সুমন (৩০) নামের ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সুমন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পেছামুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এঘটনায় এস.আই মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।