ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন প্রবাসী ফরহাদ হোসেন
Published : Saturday, 1 October, 2022 at 12:00 AM, Update: 01.10.2022 1:19:03 AM
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন প্রবাসী ফরহাদ হোসেন
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামে আগুনে ঘর বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত মফিজ মিয়া, হাফেজ আনোয়ার ও ডা. ফয়েজ উল্যাহ নামে তিনটি  অসহায় পরিবারের পাশে দাড়ালেন উপজেলার হাজীপুরে প্রতিষ্ঠিত মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী ব্যবসায়ী হাজী মো. ফরহাদ হোসেন।
ভুক্তভোগী তিন পরিবার উপজেলার বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামের বাসিন্দা । গতকাল শুক্রবার বাদ জুমা  ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর বাড়িতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের আহবায়ক আনোয়ার হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্হানীয় ইউপি মেম্বার আবুল কাশেমকে সাথে নিয়ে পরিদর্শনে গিয়ে সহমর্মিতা জ্ঞাপন করেন হাজী মো. ফরহাদ হোসেন । এসয় তিনি ভুক্তভোগী তিন পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করেন। পর্যায়ক্রমে আর-ও সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৩টায় মহিজ মিয়া সহ তিন পরিবারের বসত ঘরে আগুন লেগে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরে আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
প্রবাসী ফরহাদ হোসেন প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, অসহায় পরিবারের খাদ্য সহায়তা, গৃহ নির্মাণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন।