বুড়িচংয়ে ফিসারীতে বিষ প্রয়োগ করে ১২ লক্ষ টাকার মাছ নিধন,এ কেমন শত্রুতা!
Published : Saturday, 1 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লা
জেলার বুড়িচং উপজেলার রাজাপুর পশ্চিমপাড়া একটি ফিসারীতে বিষ প্রয়োগ করে ১২
লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে মাছচাষী মোঃ
জুয়েল রানা ফিসারীতে এ ঘটনা ঘটে।
বুড়িচং পূর্বপাড়ার মরহুম সহিদ মিয়ার
ছেলে মাছচাষী মোঃ জুয়েল মিয়া জানান, রাজাপুর পশ্চিমপাড়া ৩২০ শতক ফিসারীতে
প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন জাতের দেশীয় মাছ কেবা কারা রাতের আঁধারে বিষ
প্রয়োগ করে মেরে ফেলেছে।বিষ প্রয়োগের ফলে মাছগুলো মরে ভেসে উঠেছে।কিছু
দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। এর আগেই
দুর্বৃত্তরা মাছগুলো মেরে ফেলেছে। মাছচাষী জুয়েল রানা এখন সর্বশান্ত হয়ে
গেছে।তিনি প্রশসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করেন।
এ বিষয়ে বুড়িচং
থানার ওসি মোঃ মারুফ রহমান জানান,ঘটনাটি আমি শুনেছি এবং থানার পুলিশ ফোর্স
পরিদর্শন করে এসেছে। অভিযোগ পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।