Published : Monday, 26 September, 2022 at 12:00 AM, Update: 26.09.2022 1:23:49 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারি
পুলিশ সুপার কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত
অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। থানার এসআই আনোয়ার হোসেনের পরিচালনায় থানা পুলিশের আয়োজনে
শরিবার সন্ধায় থানা চত্বরে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসিকে বরণ করা হয়েছে।
কুমিল্লা পু্লশি সুপার আব্দুল মান্নান বিপিএম(বার) প্রধান অতিথির বক্তব্যে
বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে মাদক
বিরোধী যে অভিযান চলছে, আমার জায়গা থেকে আমি তা অব্যাহত রাখার চেষ্টা
করবো। সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ হলে মাদকের নীল নকশার বিষাক্ত ছোবল
থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে পারবো। মাদকের ব্যবসায়ীদের সাথে
সামাজিকভাবে বয়কট করতে হবে। রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিরা এই বিষয়ে
সম্পৃক্ত হয়ে মাদকসেবীদের বয়কট করতে হবে। এদের সাথে কোন সামাজিকতা নয়,
তাদের ঘৃণা করতে হবে এবং সকল ধরণের সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি আরও
বলেছেন, কেউ গুজবে কান দিবেন না। ফেসবুজকে কেউ যদি কোনো রাষ্ট্রবিরোধী এবং
উস্কানি মুলক পোস্ট দিয়ে বিভ্রান্তি করার সৃষ্টি করে। তাকে চিহ্নিত করে
আইনের আওতায় আনা হবে। কেউ দয়া করে আর হাতে তুলে নিবেন না।
দেবিদ্বার -
ব্রাহ্মণপাড়া সার্কেল সিনিয়র সহকারী পু্লশি সুপার আমিরুল্লাহ'র সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের,
ব্রাহ্মণপাড়া ইউএনও সোহেল রানা, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোস্তাফিজুর
রহমান, বীর মুক্তিযোদ্ধা ছাত্তার মোল্লা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সদ্য
পদোন্নতিপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, নবাগত
অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম
সাধারণ সম্পাদক মনিরুল হক, ত্রান সম্পাদক শাহ আলম, পর্যায়ক্রমে ইউপি
চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, আনিসুর রহমান রিপন, সাইফুল ইসলাম আলাওল,
সুমন মিয়াসহ উপজেলার সর্বস্তরের লোকজন। বিদায় বক্তব্য রাখেন এসআই রবিন,
কনস্টেবলের আলাউদ্দিন।