অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার বিক্রি ও দাম বেশি রাখার অভিযোগে কুমিল্লায় দু্ই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২০ কেজি বাসি খাবার ধ্বংস করা হয়। রোববার আদর্শ সদর উপাজেলার দিদার মার্কেট, কোটবাড়ি মহাসড়ক ও চাঙ্গীনি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার বিক্রয়ের অভিযোগে চাঙ্গিনী মোড় এলাকার ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি বাসি খাবার ধ্বংস করা হয়। এছাড়াও বেশি দামে পণ্য বিক্রি করায় শাহীন ট্রেডার্স ৫ হাজার টাকা জরিমানাসহ দুপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, অভিযানে দুপ্রতিষ্ঠানকে জরিমানা ও ১৫ দোকানীকে সতর্ক করার পাশাপাশি সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে জেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।