ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার; গ্রেফতার ৩
আলমগীর হোসেন
Published : Monday, 26 September, 2022 at 12:00 AM, Update: 26.09.2022 1:26:19 PM
দাউদকান্দিতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার; গ্রেফতার ৩ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নেতৃত্বে পুলিশ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করে।
এসময় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নরসিংহপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ সুজন (৩৫), দাউদকান্দি উপজেলার বিটতলা গ্রামের নাজমুল হাসানের ছেলে রেজাউল করিম (২০) এবং একই গ্রামের মৃত মনু মিয়া সওদাগরের ছেলে নাজমুল হাসান (৪৫)।
ধারণা করা হচ্ছে আসন্ন পূজাকে কেন্দ্র করে অধিক মুনাফার আশায় এসব অবৈধ আতশবাজি মজুদ করে রেখেছিলেন ব্যবসায়ীরা।