ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পীর যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Published : Monday, 26 September, 2022 at 12:00 AM, Update: 26.09.2022 1:23:32 AM
পীর যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলননিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লা থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় গত রোববার শেষ পৃষ্ঠায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের চেয়ারম্যান কে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট মান হানি কর সংবাদ প্রকাশ করেছে তার প্রতিবাদে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ২বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের লিখিত বক্তব্য পাঠ করেন। তার বক্তব্যে তিনি বলেন আমি ১৯৯২ ইং সনে প্রথম বার চেয়ারম্যান নির্বাচিত হই। এর পর এবার ২য় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পর থেকে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এরা আমার বিরুদ্ধে নানাহ মিথ্যা বানোয়াট মান হানি কর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এসব অপপ্রচার এ চক্রটি অব্যহত ভাবে চালিয়ে যাচ্ছে। এরা আমার সামাজিক রাজনৈতিক ভাবে মান মর্যাদা ক্ষুন্ন করে যাচ্ছে। এই চক্রটি শুধু এখানে ক্ষান্ত নয় আমার পূর্বে এ ইউপি পরিষদে যে চেয়ারম্যান ছিলেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের তার বিরুদ্ধে নানাহ মিথ্যা বানোয়াট অপপ্রচার লিফলেট, ব্যানার, পোষ্টার করে এ ভাবে চালিয়ে যেতে থাকত। কিছু দিন পর ওনি চক্রটি টাকা পয়সা দিলে এরা চুপ হয়ে যেত।
সম্প্রতি সময়ে বর্তমান চেয়ারম্যান এর বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ পত্র বিভিন্ন দপ্তরে জমা দিয়ে চক্রটি চক্রান্ত চালিয়ে ভূয়া সংলবাদ প্রকাশ করেছে। অভিযোগে উল্লেখ করেন তিনি সরকারি খাল ভরাট দখল পারিবারিক কবরস্থানের ভাউন্ডারী বা সীমানা প্রাচীর নিমার্ন,খালের এক অংশের সম্পূর্ণ খনন করে ব্যক্তি গত পুকুর ও রাস্তা নির্মাণ করেছে।
এই বিষয়ে তিনি আরও প্রতিবাদ করে বলেন কবরস্থান টি কয়েক শত বছরের পুরানো তা আমি নিজে ও জানিনা। সাদকপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের কয়েক টি পরিবারের লোকজন তাদের পূর্ব পুরুষ সহ আত্মীয় স্বজনদের লাশ এই কবরস্থানে দাফন করে আসছেন। এছাড়াও কবরস্থানের পাশ দিয়ে একটি পুরনো একটি রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার লোকজন চলাচল করছে। তিনি লিখিত বক্তব্যে বলেন কবরস্থান ও রাস্তা কার ব্যক্তিগত নয়, বহু বছর পূর্বে হতে এই রাস্তায় সরকারি ভাবে ইটের সলিং বসানো রয়েছে। এ রাস্তা টি সরকারি ভাবে তালিকা বদ্ধ আছে। এসমস্ত বিষয় নিয়ে অপপ্রচার চালালে এই চক্রের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে। তিনি বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মান হানি কর যার কোন ভিত্তি নাই। এই বিষয় গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা খতিয়ে দেখবেন বা তদন্ত করবেন। এতে যদি আমি দোষি প্রমানিত হই তাহলে প্রশাসন যা শাস্তি দেন আমি মেনে নেব। তিনি হুশিয়ারী দিয়ে বলেন এই চক্রটি সমাজের অনিষ্ট কারি, আমার চেয়ারম্যান হওয়াটাও এরা সহ্য করে নিতে পারেনি। এরা ক্ষিপ্ত হয়ে আমার ক্ষতিতে নেমেছে আমি আইনি ব্যবস্থা নেব। তাদের কে ছাড় দেয়া হবে না।