ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
আসন্ন দুর্গোৎসব সামনে রেখে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কুমিল্লার লালমাই, সদর দক্ষিণ, নাঙ্গলকোটে ভার্চুয়ালি মাননীয় অর্থমন্ত্রী সব ধর্ম-বর্ণের প্রতিনিধিদের নিয়ে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, সহকারী কমিশনার( ভূমি) নাছরীন আক্তার, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রওনক জাহান, কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি বাগমারা ডিজিএম খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল আহসান, ভূলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান এমরান কবীর,পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মালেক, লালমাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,  যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল জাতি মিলেমিশে বসবাস করছে সুদীর্ঘ কাল ধরে। আমরা একে অপরের সকল অনুষ্ঠানে একই সাথে সমবেত হই।  আমার বিশ্বাস আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বিনির্মানে আমাদের সকলে কাজ করতে হবে।