দেবিদ্বারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতি সভা
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে মতবিনিময় ও দুর্গাপুজার প্রস্তুতিমূলক সভা হয়েছে। রোববার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে ইউএনও মো.আশিক উন নবী তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা’র পরিচালনায় সামাজিক সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাসরিন সুলতানা, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, দেবিদ্বার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী দিপক কুমার সিংহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. নাসিমা আক্তার, দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবীর, গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, সহসভাপতি পরিমল বিকাশ দত্ত, তুলাগাও পুজা মণ্ডব কমিটির সভাপতি মনোরঞ্জন পালসহ বাবু সুনীল চন্দ্র দত্ত, সঞ্জয় দেবনাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ বছর দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৭টি পুজা মণ্ডপে বাঙালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পুজা উদযাপন হতে যাচ্ছে। প্রতিটি পুজা মণ্ডপে আনসার, গ্রাম পুলিশ, বিট পুলিশ, ও কমিটির সদস্যগণ আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত থাকবেন। প্রতিটি মণ্ডবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে। মণ্ডবে যে কোনো দূর্ঘটনায় নির্দিষ্ট নম্বরে ফোন করে আইনশৃঙ্খলার সহযোগিতা নেওয়া যাবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করেন বক্তারা।