নিমসার বাজারে আগুনে পুড়ে ছাই এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
১২ লক্ষাধিক টাকার ক্ষতি--
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহি সবজির বৃহৎ নিমসার বাজারে শুক্রবার রাত সাড়ে ৯ টায় সার বীজ কীটনাশক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে পুড়ে নগদ টাকা, সার, বীজ, কীটনাশক ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় নিমসার বড়বাড়ির আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসানের নাজমুল ট্রেডার্সের মালিক শুক্রবার রাত ৯ টায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়।
স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানায়, নাজমুল হাসানের দোকান থেকে বিদ্যুৎ শটসার্কিটের ফলে রাত সাড়ে ৯ টায় আগুনের সূত্র ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ী জনসাধারণ এবং চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাজমুল হাসান বাড়ি থেকে ফিরে এসে দেখেন তার ব্যবসা প্রতিষ্ঠানের কোন কিছু আর নেই সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নামজুল হাসান জানান, তার দোকানে নগদ অর্থ, বিভিন্ন প্রজাতির সবজির ফল মূলের বীজ, বিভিন্ন সার ও কীটনাশক সহ আগুনে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। তিনি আগুনের তাণ্ডবে সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়েছেন। নাজমুল হাসান তার ব্যবসা পুনারায় ঘুরে দাঁড়ানোর জন্য তিনি উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানসহ সকলের সহযোগিতা কামনা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী ঘটনারস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং তিনি ব্যবসায়ী নাজমুল হাসানকে সরকারি সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাংবাদিক মো জাকির হোসেন।