ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
গত ১৭ সেপ্টেম্বর  এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  হালিম খাতুন ও  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান  বুড়িচং আনন্দ পাইলট  সরকারী উচ্চ বিদ্যালয় ও ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি, ভারেল্লা, রামপুর  কেন্দ্র পরিদর্শনসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  গতকাল অনুষ্ঠিত বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষায় ৭৪১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. মাহাবুর রহমান, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন একেএম আমিনুল ইসলাম, সহকারী হল সুপার প্রধান শিক্ষক লিলু মিয়া, প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল।
বুড়িচং ফজলূর রহমান মোমে. কলেজ অব টেকনোলজি কেন্দ্রে  গতকাল অনুষ্ঠিত আত্মকর্মসংস্থান ও ব্যবসায়ী উদ্যোগে বিষয়ের পরীক্ষায় ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত রয়েছে। কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বানিন রায়, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যক্ষ মো. আবু তাহের, হল সুপার হিসেবে রযেছেন সুপার আনোয়ার হোসেন।
বুড়িচং এরশাদ কলেজ কেন্দ্র: বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত ‘গণিত’ বিষয়ের পরীক্ষায় ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে ৫২৮ জন পরীক্ষায় অংগ্রহণ করছে। অনুপস্থিত রয়েছে  ২৭ জন । কেন্দ্রের  দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যক্ষ মো. আবুল হোসেন। উল্লেখ্য, এসএসসি বাংলা  পরীক্ষায়    ৫৪জন, দাখিলে ৪১ জন এবং কারিগরিতে ১১জনসহ  বুড়িচং উপজেলায় এবারের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট ১০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।