বুড়িচংয়ে ওয়াজ মাহফিল
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ্ (একটি অরাজনৈতিক সংগঠন) বুড়িচং উপজেলা শাখার আয়োজনে গতকাল ১৭ সেপ্টেম্বর বাদ মাগরিব কালিকাপুর বাজার মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে ছিলেন আমীরে শরীয়ত, রাহনুমায়েত্¦রীকত, মুজাহিদে মিল্লাত আল্লাম অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। প্রধান বক্তা হিসেবে ছিলেন তালিমে হিজবুল্লাহ এর মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মোতালিব হোসাইন ছালেহী। আলোচক হিসেবে ছিলেন হযরত মাও. মো. হুমায়ুন কবীর মুহাদ্দিস, হযরত মাও. মো. ইসহাক, গোপালনগর, হযরত মাও. আবু বকর ছিদ্দিক রহমানীসহ অন্যান্য দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ। মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. মাহাবুুবুর রহমান, মো. লিটন রেজা মেম্বারসহ বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহ্র অন্যান্য ভক্ত আশেকানবৃন্দ।