কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাঁশারীখোলা গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর সহ দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গৃহকর্তার ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। রবিবার বিকাল সাড়ে তিনটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দিন দুপুরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরে রক্ষিত চার লক্ষাধিক নগদ টাকা সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কবির হোসেন জানান, বিকাল সাড়ে তিনটার দিকে ঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীরা খবর দিলে তিনি বাড়িতে এসে দেখেন ১টি বসত ঘর ও ১টি গরু ঘর সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।