কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Published : Monday, 8 August, 2022 at 9:23 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বরুড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ও বিকালে এই দুই শিশু মারা যায়। জানা গেছে, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামে পানিতে ডুবে লামিয়া আক্তার নামের দেড়বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। লামিয়া ওই এলাকার মোরশেদ আলমের মেয়ে। পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে লোকজন খোঁজাখোঁজি করতে থাকে। পরে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ মোহাম্মদ তকি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে প্রিয়া দাস নামে ৭ বছর বয়সি এক শিশু মারা গেছে বলে জানা গেছে।