দাউদকান্দি পৌর সদরে মোঃ বিল্লাল হোসেন সরকার নামের এক পল্লী চিকিৎসককে মোবাইল কোর্ট অর্থদন্ড করেছে। একই সাথে তার চেম্বার সিলগালা করা হয়।
সোমবার বিকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিনুল হাসান এ রায় প্রধান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিনুল হাসান জানান, মোঃ বিল্লাল হোসেন সরকার বিএমডিসি'র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তিনি পল্লী চিকিৎসক হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে দীর্ঘদিন প্রতারনা করে আসছেন। একই সাথে তিনি এন্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন প্রয়োগ করে থাকেন যাহা নিয়মবহির্ভূত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায়
৫০ হাজার টাকা অর্থদন্ড এবং চেম্বার সিলগালা করা হয়।
এদিকে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ভুয়া চিকিৎসকরা চেম্বার ফেলে পালিয়ে যেতে দেখা যায়।
এসময় তার সাথে ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ নাজমুল হুসেন ও স্থানীয় সাংবাদিকগণ।