তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সংকটময় বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে। তবে বিশ্ব বাজারে দাম কমলে আবারো জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।সোমবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও কোথাও আবার করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যার ফলে সারাবিশ্বের খাদ্য সংকট দেখা দিয়েছে। খাদ্যশস্যের দাম ৭০ থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিবছর সরকার ৫৩ হাজার কোটি টাকা তেলে ভর্তুকি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশের পক্ষে এত টাকা ভর্তুকি দেওয়া সম্ভব নয়। অন্যান্য দেশে এর আগে বাড়ালেও আমরা তা করিনি। কিন্তু অব্যাহতভাবে ভর্তুকি চলমান রাখা সম্ভব নয়।
মন্ত্রী বলেন, দাম বাড়ানোর পরেও সরকারকে ভর্তুকি দিতে হবে। তেলের দাম বাড়ানো নিয়ে অনেক রাজনৈতিক দল মাঠ ঘোলা করার চেষ্টা করছে। আমি তাদের বলবো দয়া করে বিশ্ববাজার পরিস্থিতির দিকে তাকান।
বিএনপির আন্দোলনের বিষয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির আন্দোলনের হুমকি অনেক আগে থেকেই শুনছি। তবে তাদের অনুরোধ জানাবো একটু বিশ্ব পরিস্থিতির দিকে তাকাতে। এই হাক ডাকে কোনো লাভ হবে না।