ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিল্পকারখানার সাপ্তাহিক বন্ধ এলাকাভিত্তিক করার সিদ্ধান্ত
Published : Sunday, 7 August, 2022 at 6:28 PM

শিল্পকারখানার সাপ্তাহিক বন্ধ এলাকাভিত্তিক করার সিদ্ধান্তবিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুতের সমস্যা সমাধানে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, ‘আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, তখন আর লোডশেডিং থাকবে না বলে আশা করা হচ্ছে।’


প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী মাস (সেপ্টেম্বর) থেকে লোডশেডিং আরও কমবে। আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে অনুরোধ করবো, একটু ধৈর্য ধরুন।’