ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে ২২ হাজার টাকা জরিমানা
সৌরভ মাহমুদ হারুন
Published : Sunday, 17 July, 2022 at 7:30 PM
বুড়িচংয়ে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে ২২ হাজার টাকা জরিমানারোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে বুড়িচং উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় কুমিল্লা ও ব্রাহ্মণপাড়াগামী যাত্রীদের অভিযোগ ঈদের পূর্ব হতে এ সড়কে সিএনজি অটোরিকশা, বাস ও বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা অব্যাহত রয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই সিএনজি অটোরিকশা চালককে আটক করে। প্রত্যেক চালককে যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রমান পাওয়ায় জন প্রতি ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে। চালকরা হলো- হল আলা উদ্দিন ও জামান হোসেন।
অপর দিকে বাজার বিভিন্ন জুতার দোকানে জুতার অতিরিক্ত দাম নেয়ায় দুটি দোকান কে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করে। দোকানের মালিক হল মোঃ মাহবুবুর রহমান ও মোঃ রাসেল সারওয়ার। অন্য দিকে কুমিল্লা - বুড়িচং - ব্রাহ্মণপাড়া সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান দিয়ে প্রতিবন্ধকতা করার অভিযোগে আব্দুল মান্নান নামের এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। ষোলনল ইউনিয়ন এর মহিষ মারা মিয়ার বাজারের আবুল ষ্টোরে মেয়াদ উর্ত্তীণ কোমল পানীয় বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন বুড়িচং থানার এস আই মোঃ শরীফুর রহমান সঙ্গীয় ফোর্স উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট পেশকার মোঃ জাহিদুর রহমান, মীর হোসেন সহ আরও অনেকে।