ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহাসড়কে যানজট নিরসনে চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযান
রণবীর ঘোষ কিংকর।
Published : Sunday, 17 July, 2022 at 7:21 PM
মহাসড়কে যানজট নিরসনে চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযানব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনকে যানজট মুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার (১৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার এর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। 

এ সময় মহাসড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করানোর অভিযোগে কয়েকটি বাসের চালকদের, ফুটপাত দখল করার অপরাধে দোকানিদের জরিমানা করেন তিনি। এতে ১২টি মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) শাকিল আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। 

প্রসঙ্গত, দেশের লাইফ লাইন হিসেবে খ্যাত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে অবাধে যত্র-তত্র গাড়ি পার্কিং, ফুটপাতে দখল করে দোকান-পাট, অবৈধ যান মারুতি, লেগুনা পার্কিং ও দলবেধে সারাক্ষণ মহাসড়ক পারাপারে যানজট যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কখনও কখনও সৃষ্ট ও যানজট দীর্ঘ হয়ে মহাসড়কের উভয় পাশে অন্তত ২ কিলোমিটার বিস্তার করে। চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকার ওই যানজট নিরসনে প্রায়ই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।