ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিকের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে: রিফাত
Published : Thursday, 2 June, 2022 at 12:00 AM, Update: 02.06.2022 1:24:51 AM
কুসিকের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে: রিফাতনিজস্ব প্রতিবেদক: মেয়র নির্বাচিত হলে কুমিল্লা সিটি কর্পোরেশনে দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো। দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই আমি পিছপা হবো না।
আরফানুল হক রিফাত বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর গত ১০ বছর বিএনপির সাক্কু মেয়র হিসেবে কাজ করছেন। এর আগেও তিনি দুই টার্ম ছিলেন পৌরসভার চেয়ারম্যান। সব মিলিয়ে ১৬ বছর। এই ১৬ বছরে তিনি কি কাজ করেছেন কুমিল্লার মানুষের জন্য, তা দেখা দরকার। এক ঘন্টা বৃষ্টি হলেই কুমিল্লার মানুষকে পানির নিচে থাকতে হয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাকে যদি আপনারা মেয়র নির্বাচিত হই, তাহলে আগামী ১ বছরের মধ্যে কুমিল্লাবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করবো। আমি প্রয়োজনে কুমিল্লা শহরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসবো। অর্থ দিনে জননেত্রী শেখ হাসিনা। আমি ওনার প্রার্থী, প্রয়োজনে ওনার কাছে যাবো।
গতকাল বুধবার (১ জুন) কুমিল্লার স্টেশন রোড এলাকায় ব্যবসায়ীদের সাথে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত এসব কথা বলেন।
এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, আওয়ামী লীগ নেতা আহমেদ নিয়াজ পাভেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি ওই এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
আরফানুল হক রিফাত বলেন, আপনারা আমাকে ভোট দিন, আমাকে নির্বাচিত করুন। আমি কুমিল্লার মানুষের দুঃখ/দুর্দশা লাঘবে পাশে থাকবো। আমি কমিটমেন্ট করছি, প্রতিটি ওয়ার্ডে একটি করে মাতৃসদন করবো। গর্ভবতী মায়েরা যেনো ফ্রি ট্রিটমেন্ট নিতে পারে তার ব্যবস্থা করবো। সিটি কর্পোরেশনের মাধ্যমে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস করবো।