ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে ৩ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
Published : Wednesday, 1 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
‘বঙ্গবন্ধুর উদ্ভাবন ক্ষুদ্রঋণের প্রবর্তণ’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ৩দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সহকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ ও ফয়জুল ইসলাম ফয়সাল, বিভিন্ন ইউনিয়ন সমাজ কর্মী, কারিগরী প্রশিক্ষক, গ্রাম কমিটির সভাপতি, কর্মদল নেতা, সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
প্রশিক্ষকবৃন্দ সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বিভিন্ন ইউনিয়ন সমাজ কর্মী, কারিগরী প্রশিক্ষক, গ্রাম কমিটির সভাপতি, কর্মদল নেতা, সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দের সাথে ব্যাপক আলোকপাত করেন।