ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কায়সারের বক্তব্য ঘিরে উত্তেজনা
Published : Monday, 30 May, 2022 at 12:00 AM, Update: 30.05.2022 1:44:44 AM
কায়সারের বক্তব্য ঘিরে উত্তেজনাসিইসির সাথে মতবিনিময় সভায় মেয়র প্রার্থীদের বক্তব্যের সময় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের বক্তব্য ঘিরে শিল্পকলা একাডেমির হলরুমজুড়ে দেখা দেয় উত্তেজনা। বক্তব্যের একপর্যায়ে কায়সার ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও আগের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করেন। এ সময় তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামীপন্থী কয়েকজন কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন দাঁড়ান এবং নানারকম মন্তব্য করতে থাকেন। তাদের মন্তব্যের সূত্র ধরে কায়সারও পাল্টা মন্তব্য ছুঁড়ে দেন। এতে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কিছুক্ষণের জন্য কায়সারের মাইক্রোফোন বন্ধ থাকে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর আবার বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।