ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তৃতীয় দিনের প্রচারণায় সতর্কতা
Published : Monday, 30 May, 2022 at 12:00 AM, Update: 30.05.2022 1:44:38 AM
তৃতীয় দিনের প্রচারণায় সতর্কতানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে জরিমানা-শোকজের পর তৃতীয় দিন রবিবার সতর্কভাবে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লায় থাকায় আচরণবিধি নজরদারীতে বাড়তি তৎপরতা ছিলো প্রশাসনেরও। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সিইসির সাথে মতবিনিময়ের পরই প্রচারণায় নামে প্রার্থীরা। এদিন কুসিক নির্বাচনে আলোচনায় থাকা তিন মেয়র প্রার্থী প্রচারণা, গণসংযোগ এবং উঠান বৈঠকে অংশ নিয়েছেন। দিন শেষে কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া যায়নি।

তৃতীয় দিনের প্রচারণায় সতর্কতাএদিন সন্ধ্যায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রচারণায় নামেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। নগীর ২ নং ওয়ার্ডের ছোটরা এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নৌকা মার্কার উঠান বৈঠকে বক্তব্য রাখেন তিনি। এতে আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



তৃতীয় দিনের প্রচারণায় সতর্কতাঅপরদিকে বিকাল ৫টায় প্রচারণায় নামে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকার বিভিন্ন শপিংমলে ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোটচান তিনি। রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে মনিরুল হক সাক্কু রাতে নিজ বাড়িতে সমর্থকদের সাথে বৈঠক করেন। অন্যদিকে প্রচারণার প্রথম দুইদিন লম্বা মিছিল নিয়ে শোডাউন করে জরিমানা ও শোকজের পর তৃতীয় দিনে ছোট পরিসরে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এসময় তিনি ১৯ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এছাড়া ওই এলাকার প্রধান সড়কে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও মিছিল করে প্রচারণা চালান।