Published : Monday, 30 May, 2022 at 12:00 AM, Update: 30.05.2022 1:44:32 AM

তানভীর দিপু ||
প্রধান
নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা নিঃসঙ্কোচে আশ্বস্ত আজ
অবধি প্রশাসন যা করেছে আমরা সন্তুষ্ট।তারা দৃষ্টান্ত উপস্থাপন করছে। আইন
শৃঙ্খলা পরিস্থিতি প্রশংসনীয়। আমি বলেছি শেষ ভালো যার সব ভালো তার। দেখবো-
দিন শেষে কি হয়।
প্রধান নির্বাচন কমিশনার গতকাল বিকেলে কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভা শেষে
সাংবাদিকদেরব এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন,
কুমিল্লার পুলিশ সুপার ও জেলা প্রশাসক আশ্বস্ত করেছে- যেভাবে কাজ করছেন
সেভাবেই কাজ করে যাবেন। উনারও বিশ্বাস করেন একটি সুন্দর ও সফল অংশগ্রহণমূলক
নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো যার সব ভালো তার।
কুমিল্লা
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন
নির্বাচন কমিশনার আলগীর হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন,
ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ আনোয়ার হোসাইন, যুগ্মসচিব ফরহাদ আহমেদ, পুলিশ সুপার
ফারুক আহমেদসহ বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের উর্ধতন
কর্মকর্তাগণ।
সভা শেষে প্রার্থীদের অভিযোগ নিয়ে পুলিশ সুপার ফারুক
আহমেদ বলেন, সব বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করবো। পেশাদার ও আইনসঙ্গত ভাবে
এসব খতিয়ে দেখা হবে। নিরপেক্ষভাবে এসব খতিয়ে দেখা হবে।
জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন যেন
অনুষ্ঠিত হয় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার
বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।