Published : Saturday, 28 May, 2022 at 12:00 AM, Update: 28.05.2022 1:47:44 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থীদের মাঝে
প্রতীক বরাদ্দের দিনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ ও এর আশপাশে বসেছিলো
প্রতীকের হাট। প্রতীক বরাদ্দ পাওয়ার পর এই ‘হাট’ থেকেই ল্যামনেটিং করার
ভিউকার্ড সাইজের প্রতীক কিনে নিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নৌকা,
ঘোড়া, হরিণ, আনারস, লাটিম, হাতপাখাসহ প্রায় সব ধরনের প্রতীকই পাওয়া গেছে
এখানে। আছে কোট পিনও।
শুক্রবার (২৭ মে) সরেজমিন ঘুরে দেখা গেছে, কুসিক
নির্বাচনে প্রতীক বরাদ্দের খবর পেয়ে কুমিল্লা ও এর আশপাশের এলাকা থেকে
অন্তত ১০/১২ জন ব্যবসায়ী এসে জড়ো হন জেলা শিল্পকলা একাডেমীর পূর্ব গেইট
এলাকায়। সেখানেই দোকান সাজিয়ে বসেন তারা। আর এই প্রতীকের দোকান দেখেই
সেখানে ভিড় জমিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।
প্রতীক
বিক্রি করতে আসা অন্তত তিনজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, সারা দেশ
জুড়েই তারা এই প্রতীকের ব্যবসা করেন। যেখানে নির্বাচন হয়, সেখানে গিয়েই
বসেন দোকান সাজিয়ে। বিক্রিও হয় ভালো।
ময়মনসিংহ থেকে প্রতীক বিক্রি করতে
আসা রাজিব শেখর বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ হাজার টাকার উপরে বিক্রি
করেছি। এরপর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরো আরো বিক্রি করবো। তিনি জানান,
এগুলো আমরা নিজেরাই প্রিন্ট করে বিক্রির জন্য নিয়ে এসেছি। নির্বাচন পর্যন্ত
কুমিল্লাতেই থাকবো।
ঢাকার রায়েরবাগ থেকে আসা প্রতীক ব্যবসায়ী রায়হান
শেখ বলেন, প্রায় সব ধরনের প্রতীকই আমাদের কাছে। প্রতীক নিয়ে যেখানেই যাই,
ভালো বিক্রি হয়। কুমিল্লাতেও মাশাল্লাহ ভালো বিক্রি হয়েছে। আরো কয়েকদিন
কুমিল্লায় থেকে প্রতীক বিক্রি করবেন বলেও জানান তিনি।
কুমিল্লা নগরীর ২
নং ওয়ার্ড থেকে প্রতীক কিনতে আসা আবু হেলাল নামে এক কাউন্সিলর প্রার্থীর
সমর্থক জানান, হাতের কাছে আমাদের প্রার্থীর প্রতীক দেখতে পেয়ে ১০০ টা
কিনেছিলাম। এগুলো নিয়ে যাওয়ার পর আমাকে আবার পাঠিয়েছি আরো ২ শ’ কিনতে তাই
আবার এসেছি।