ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে ৮৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
Published : Saturday, 28 May, 2022 at 12:00 AM, Update: 28.05.2022 1:44:46 AM
মুরাদনগরে ৮৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর সদর ইউনিয়ন ও শ্রীকাইল ইউপির ৩নং ওয়ার্ড নির্বাচনকে সামনে রেখে শুক্রবার উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দিতাকারী ৮৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আলম।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আসন্ন ১৩নং মুরাদনগর সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ০৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন, সাধারন সদস্য পদে ৫৬ জন ও শ্রীকাইল ইউপির ৩নং ওয়ার্ডে ৮ জনসহ মোট ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন অধ্যাপক কাজী তুফরিজ এটন (নৌকা), মোস্তাক আহমেদ মাসুদ (টেবিল ফ্যান), ফরিদ উদ্দিন আহাম্মদ (মোটর সাইকেল), বশিরুল ইসলাম (আনারস), জয়নাল আবেদীন (ঘোড়া), দিদারুল আলম (হাতপাখা), নাজমুস সাকিব (টেলিফোন), আল কাউছার (অটো রিকসা) ও তছলিম আহমেদ (চশমা)।
সাধারন সদস্যদের মধ্যে পছন্দের প্রতীক ছিল ফুটবল, মোরগ, টিউবওয়েল। সংরক্ষিত নারী সদস্যদের পছন্দের প্রতীক ছিল মাইক, তালগাছ ও সূর্যমুখী ফুল। প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে নেমে পড়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। তবে চেয়ারম্যান প্রার্থীদের তুলনায় সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষনীয়।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদার জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করার লক্ষে দলীয় প্রতীক ব্যতিত সকলকে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গত ৩১ জানুয়ারী উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা থাকার কারনে এ ইউনিয়নে নির্বাচন করা সম্ভব হয়নি। আগামী ১৫জুন এ নির্বাচনে আর কোন বাধাঁ নেই।