মোহাম্মদপুর দরবারের পীর আব্দুল বারী?র দাফন সম্পন্ন
Published : Saturday, 28 May, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল বারীর (৭৬) শুক্রবার বাদ জুমা দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর নিজ বাড়িতে বার্ধক্যজনীত তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য ভক্ত, মুরিদান ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
মাওলানা আব্দুল বারী আড়াইবাড়ী দরবার শরীফের অন্যতম খলিফা ছিলেন এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন। শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুর হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা শাহাদাত হোসেন।
জানাজা পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তা'লিমে হিযবুল্লাহর কেন্দ্রীয় আমির ও সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা উবাইদুল্লাহ, হাফেজ মুক্তার হোসেন, হাফেজ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম ও মাকসুদুর রহমান প্রমুখ।