মুশফিক-লিটনের জন্য কষ্ট হচ্ছে মুমিনুলের
Published : Saturday, 28 May, 2022 at 12:00 AM
২৪ রানে
পড়ে যায় ৫ উইকেট। এমন ধ্বংসস্তূপের মাঝে দেয়াল হয়ে রইলো কেবল মুশফিকুর রহিম
ও লিটন দাস জুটি। দ্বিতীয় টেস্টে তাদের রেকর্ড ৬ষ্ঠ উইকেট জুটিতেই প্রাণ
পেয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। লিটন ১৪১ রানে আউট হলে মুশফিক ডাবল
সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সঙ্গীর অভাবে অপরাজিত ১৭৫ রানে
ড্রেসিংরুমে ফিরতে হয়েছে উইকেট কিপার এই ব্যাটারকে। দুই উইকেটকিপার
ব্যাটারের এমন লড়াইয়ের পরেও বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। বরং
হারের যন্ত্রণায় নীল হতে হয়েছে। তাতে ভীষণ কষ্টে পাচ্ছেন অধিনায়ক মুমিনুল
হক।
দুই ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতা ও পেসারদের নির্বিষ বোলিং ছিল চোখে
পড়ার মতো। তাই ১০ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে হতাশা ঝরেছে
মুমিনুলের, ‘মুশি ও লিটনের জন্য কষ্ট হচ্ছে, তারা খুব ভালো খেলেছিল। কিন্তু
শ্রীলঙ্কা নতুন বল হাতে আমাদের অনেক চাপে রেখেছিল।’
এমন বাজে হারের পর
নিজেদের ফিরে পেতে পরিশ্রমের বিকল্প দেখছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘এটা খুব
হতাশাজনক। আমাদের পরিশ্রম করতে হবে। কারণ, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা
ভালো করতে পারিনি। তবে কিছু ইতিবাচক ব্যাপারও আছে।’
আগামী জুনে ওয়েস্ট
ইন্ডিজে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হবে। এই সিরিজে ভালো খেলতে হলে মানসিকভাবে
শক্তিশালী হতে হবে বলে মনে করেন মুমিনুল, ‘এটা পুরোটাই মানসিক খেলার
ব্যাপার। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন, তাহলে পরের সিরিজগুলোতে
ফিরে আসা খুব কঠিন। আমাদের বোলিং নিয়েও ভাবতে হবে, বিশেষ করে পেস বোলিং।’