ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্ষেতমজুর সমিতির উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
“কাজ-মজুরী-ইনসাফ চাই”-এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার স্বাধীনতা চত্তরে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানব বন্ধন চলাকালে বক্তারা সামনের বাজেটে গরিব ও গ্রামীণ ক্ষেতমজুরদের উন্নয়নে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে প্রয়োজনীয় বরাদ্ধসহ পল্লী রেশনিং চালূ, মজুরী পাঁশত টাকা নির্ধারণ, বয়স্কদের পেনশন ভাতা চালু, বিনামূল্যে চিকিৎসা ও সন্তানদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করাসহ ১০ দফা দাবী আদায়ে দাবী জানান।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুব নেতা মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড আবুল বাশার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পরেশ কর, কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বাঙ্গাল, জেলা ক্ষেতমজুর সমিতির নেতা আব্দুল ওয়াদুদ, সিপিবি কুমিল্লা জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড পরিমল শীল, বাংলাদেশ যুবইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, ক্ষেতমজুর নেতা আব্দুল বাতেন, মনু মিয়া, আব্দুল গফুর, তজু মিয়া প্রমুখ।