ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিক নির্বাচন:স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সারের ৭ দাবি
জহির শান্ত
Published : Tuesday, 24 May, 2022 at 6:43 PM
কুসিক নির্বাচন:স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সারের ৭ দাবিকুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৭টি দাবি জানিয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। মঙ্গলবার (২৪ মে) দুপুরে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ দাবি জানান তিনি। পরে নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন কায়সার।
সম্মেলনে কায়সার বলেন, সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে আজ (মঙ্গলবার) দুপুরে আমি রিটার্নিং কর্মকতার মাধ্যমে সিইসি বরাবর ৭টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেছি। আশা রাখছি ইসি আমার দাবির বিষয়টি মাথায় নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দাবিগুলো হচ্ছে-
১। নির্বাচন কমিশনকে প্রতিটি ভোটারের জন্য ভয় ও শংকামুক্ত পরিবেশে ভোটদানের বিষয়ে আস্বস্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
২। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল করে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।
৩। সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক, পরিদর্শক, সহকারী পুলিশ সুপার ও মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এর নির্বাচনকালীন (প্রতীক বরাদ্দের পূর্বেই) বদলীর দাবি জানাচ্ছি।
৪। কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরার সুবিধা যাতে আগ্রহী প্রার্থীরা পায়, অর্থ্যাৎ প্রার্থীরা তাদের স¦-অবস্থানে থেকে সিসি ক্যামেরা মনিটরিং করতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
৫। নির্বাচনের সময় পর্যন্ত আদালতের গ্রেফতারী পরোয়ানা ছাড়া কোন নেতাকর্মীকে গ্রেফতার না করার নির্দেশনা প্রদানের দাবি জানাচ্ছি।
৬। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচন কমিশনের ২ জন সদস্যের নেতৃত্বে কয়েকটি টিম কুমিল্লায় অবস্থান নিশ্চিত করতে হবে।
৭। প্রার্থীদের অভিযোগ হোয়াটস আ্যাপ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ অন্যান্য অনলাইন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গ্রহণ করার দাবি জানাচ্ছি।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমি জোরদাবী জানাচ্ছি।
‘কেন ইভিএম-এ ভোট চান না’- এমন এক প্রশ্নের জবাবে কায়সার বলেন, ‘ইভিএমে ভোটের স্বচ্ছ্বতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তাই নির্বাচনের শুরু থেকেই আমি ইভিএম বাতিলের দাবি জানিয়ে আসছি।