Published : Wednesday, 25 May, 2022 at 12:00 AM, Update: 25.05.2022 2:50:48 AM

শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার
দেবিদ্বারে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাত বছরের এক শিশু মারা
গেছে। নিহত শিশুটির নাম মো. মাজহারুল ইসলাম। সে দেবিদ্বার পৌর এলাকার পোনরা
গ্রামের জাহিদ হাসানের ছেলের। মঙ্গলবার সকালে পোনরা বাজার সংলগ্ন সড়কে এ
দুর্ঘটনা ঘটে। মাজহারুল ইসলাম পোনরা এমএ মান্নান সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ১ম শ্রেণিতে পড়ত।
নিহত শিশুর বড় বোন রাবেয়া আক্তার জানান,
মাহজারুল সকালে মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে পোনরা বাজার সড়কে আসলে
ভিরাল্লা থেকে দ্রুত গতিতে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে
ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে।
ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়।
দেবিদ্বার
থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতের পরিবারকে অনুরোধ করা হয়েছে
তাঁরা যেন থানায় মামলা করে। কিন্তু তাঁরা মামলা করতে রাজি হয়নি। লাশ
বর্তমানে থানার লাশঘরে রাখা আছে। যদি পরিবার মামলা করতে রাজি তাহলে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।