ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা যুবক গ্রেফতার
Published : Wednesday, 25 May, 2022 at 12:00 AM, Update: 25.05.2022 2:50:15 AM
দাউদকান্দিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা যুবক গ্রেফতার আলমগীর হোসেন,দাউদকান্দি ||
দাউদকান্দিতে ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ভরনপাড়া গ্রামের মোঃ আলফু মিয়ার ছেলে মোঃ আজম (৪০)।ওই শিশুটি একই গ্রামের।রবিবার সন্ধ্যায় ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল বলেন, গত ৯ মে সকাল ১১টার দিকে ওই শিশু বাড়ির সামনে খেলা করছিল। চিপস দেয়ার নাম করে ওই শিশুকে বাড়িতে ডেকে নেয় আসামী মোঃ আজম (৪০)। এরপর ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা করে।
ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ২২ মে সকালে থানায় মামলা করেন। পুলিশ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।