ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে তালা ভেঙ্গে মন্দিরের দানবাক্স লুট
Published : Wednesday, 25 May, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার:
কুমিল্লার দেবীদ্বারে ‘পোনরা শ্রী শ্রী সিদ্ধি কালী মন্দিরের’ তালা ভেঙ্গে দান বাক্স, আইপিএসের ব্যাটারী, মন্দিরে থাকা থালা-বাসন, দির্ঘদিনের হিসাবের বই ও দলিল পত্রের ফটোকপি নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মন্দিরটি দেবীদ্বার পৌর এলাকায় অবস্থিত। মঙ্গলবার সকালে মন্দির কমিটির কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র ব্রহ্ম¥ এ ঘটনা দেখে মন্দির কমিটির অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও হিন্দু নেতাদের খবর দেন।
সংবাদ পেয়ে দেবীদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড আবুল বাশার, উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঠাকুর, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি জীবন চন্দ্র দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন।
পোনরা শ্রী শ্রী সিদ্ধি কালী মন্দিরের সভাপতি কমল কান্তি সরকার জানান, মন্দিরের দু’টি তালা ভেঙ্গে ‘দান বাক্স’, ‘আইপিএসের ব্যাটারী’, মন্দিরে থাকা ‘থালা-বাসন’ এবং মন্দীরের দির্ঘদিনের হিসাবের বই’ ও দলিল পত্রের ফটোকপি লুট করে নিয়েগেছে। ঐতিহ্যবাহী পোনরা মন্দির ঘিরে শত শত বছর ধরে এশিয়া মহাদেশের বিখ্যাত পোনরা পৌষ সংক্রান্তী মেলা প্রদর্শিত হয়ে আসছে। এ মন্দির ও মেলার ঐতিহ্য ধরে রাখতে ২২০ শতাংশ জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করা আছে। এ সম্পত্তিগুলো কালক্রমে ভূমিখেকুদের দখরে চলেগেছে। মন্দিরে চুরি এবং দলিলপত্র এবং হিসেবের খাতা লুটের ঘটনা জমিসংক্রান্ত বিরোধ থেকেই হতে পারে বলে সন্দেহ হচ্ছে।
ওই ঘটনায় পোনরা শ্রী শ্রী সিদ্ধি কালী মন্দিরের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র কর বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
দেবীদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান বলেন, দু’টি তালার একটি দেখেছি অক্ষত। মন্দিরের মূর্তী অক্ষত ছিল, যেসকল জিনিসপত্র চুরি হয়েছে, তাতে জমি সংক্রান্ত বিরোধ থেকে বা মাদকাসক্তদের কাজ হতে পারে। মন্দির কমিটিকে বলেছি মন্দিরটিকে দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনার জন্য। ওই ঘটনায় অভিযোগ হয়েছে, তদন্ত চলছে, তদন্ত শেষে নিশ্চিতভাবে বলতে পারব। প্রমাণ পেলে ব্যবস্থা নেব।