Published : Tuesday, 24 May, 2022 at 12:00 AM, Update: 24.05.2022 12:55:28 AM

রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় গুলি করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের
দুই কর্মীকে আহত করার মামলায় জেলা ও দায়রা জজ আদালতেও জামিন মিলেনি সাবেক
প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের। তবে জামিন পেয়েছেন তাঁর
গাড়ি চালকসহ আরও দুই কর্মী। তারা সকলেই রেদোয়ান আহমেদের সাথে গ্রেফতার
হয়েছিলেন।
সোমবার (২৩ মে) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আতাব
উল্লাহ এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেন। তবে তাঁর
তিন সহযোগীকে জামিন প্রদান করা হয়। জামিন প্রাপ্তরা হলেন ড. রেদোয়ান
আহমেদের গাড়ি চালক রেজাউল করিম, এলডিপি কর্মী বাকি বিল্লাহ ও মোহাম্মদ আলী।
আসামি পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু জানান, ‘ড. রেদোয়ান আহমেদ
শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ থাকায় আমরা তাঁর জামিন চেয়েছিলাম। কিন্তু
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলি আদালত রিমান্ড শোনানী পেন্ডিং
রাখায় জেলা দায়রা জজ আদালত রেদোয়ান আহমেদের জামিন দেননি। তবে তাঁর সাথে
থাকা তিনজনের জামিন প্রদান করেন।’
বাদী পক্ষের আইনজীবী শাহজালাল মিঞা
শিপন জানান, ‘আমরা রেদোয়ান আহমেদের জামিনের বিরোধীতা করি। একদিকে রেদোয়ান
আহমেদ এর রিমান্ড শোনানী পেন্ডিং অপরদিকে তাঁর অসুস্থতার বিষয়ে জেল সুপারের
মাধ্যমে কোন প্রতিবেদনও আসেনি। তবে রেদোয়ান আহমেদ এর সাথে থাকা বাকি তিন
আসামীর জামিন হয়।’
এদিকে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রেদোয়ান
আহমেদ অসুস্থ হয়ে পড়লে গত ১৭ মে তাঁকে জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউটের
সিসিইউ’তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে ফের কুমিল্লা কেন্দ্রীয়
কারাগারে আনা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার
শাহজাহান আহমেদ জানান, ড. রেদোয়ান আহমেদকে চিকিৎসা শেষে ২২ মে কুমিল্লা
কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেই
রয়েছেন।
প্রসঙ্গত, গত ৯ মে বিকালে কুমিল্লা চান্দিনা রেদোয়ান আহমেদ
কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর
আয়োজন করে। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ
ক্যাম্পাস-২ এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা
এলডিপির প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে
জানান। এসময় তিনি গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় কোন এক ছাত্রলীগ কর্মী রেদোয়ান
আহমেদ এর গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছুড়ে। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা
খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী
গুলিবিদ্ধ হন।