ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দীর্ঘ ২৬ বছর পর দেবীদ্বার উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত
স্বাধীনের পর ৫২ বছরে মাত্র ৩ কমিটি!
Published : Tuesday, 24 May, 2022 at 12:00 AM, Update: 24.05.2022 12:55:07 AM

দীর্ঘ ২৬ বছর পর দেবীদ্বার উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ চূড়ান্তএবিএম আতিকুর রহমান বাশার ঃ
দীর্ঘ ছাব্বিশ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দলের জাতীয় কাউন্সিলের আগেই আগামী ২ জুলাই এ ইউনিটের কাউন্সিলর হবে। তবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগেই এ উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষ হবে।
সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুনের উপস্থিতিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অন্যান্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। অনুষ্ঠিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল হানিফ, কেন্দ্রীয় আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সবুর আহমেদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার। এছাড়া সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার জানান, ‘আগামী ২ জুলাই দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন চূড়ান্ত হয়েছে। তবে তার আগেই অধিনস্থ সম্মেলন না হওয়া বাকী ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের খবরে নেতা-কর্মীরা চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে।
পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে উপজেলার কমিটিতে শীর্ষ পদে পরিবর্তন আসলেও অন্যান্য পদে পরিবর্তনের সম্ভাবনা খুব কম রয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।
খোঁজ নিয়ে জানাযায়, দলীয় কয়েকটি গ্রুপে বিভক্ত দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগ। গ্রুপিং তুঙ্গে থাকলেও রাজনীতির মাঠে রয়েছে আওয়ামী লীগ। স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তাফা, সাধারন সম্পাদক সম্পাদক রওশন আলী মাস্টার, জেলার সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগ এখন এই চারটি গ্রুপে বিভক্ত। যার কারণে তিন বছরের উপজেলা কমিটি চলছে এখন ২৬ বছর ধরে। নেই কোন সম্মেলন, পরিবর্তন নেই কমিটির। নেতৃত্বে আসতে পারছে না অনেক সম্ভাবনাময়ী তরুণ। ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও এখানে নেই কোন দলীয় কার্যালয়।
দেশ স্বাধীনের পর ৩ কমিটিতে ৫২ বছর। এই উপজেলায় সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালের ২ আগস্ট। সেই সম্মেলনে মো. জয়নুল আবেদীনকে সভাপতি ও একেএম মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের একটি কমিটি করা হয়। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নুল আবেদীন মৃত্যুবরণ করেছেন, করোনায় আরো মৃত্যুবরণ করেন উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও কুমিল্লা (উঃ) জেলার সাবেক যুগ্মসাধারন সম্পাদক অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ। এ দু’নেতাসহ বর্তমান কমিটির সভাপতি, সহ-সভাপতি, দপ্তর সম্পাদক সহ মারা গেছেন ১৪ জন, দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন ২জন, আ’লীগ উপজেলা কমিটির সম্পাদক ও সদস্য ১৩জনকে কেউ চেনেননা ওরা সবাই নিস্ক্রীয় ও প্রবাসী। বাকী ২১ জন নিস্ত্রীয়, আধা সক্রিয় ও সক্রিয় রয়েছেন। বর্তমানে এই কমিটি নামে থাকলেও কার্যত কোন কাজে নেই। এ নিয়ে খোদ ক্ষমতাসীন দলেই ক্ষোভ বিক্ষোভের অন্ত নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা দাবী করেন, নির্বাচন না হওয়ায় দলের নেতৃত্ব বাড়েনি, যারা নেতৃত্বে আসার মতো তাদের মধ্যে অধিকাংশই সেই ছাত্র লীগ, যুবলীগের পরিচয়ে নিজ সন্তানদের সাথে মিছিলে অংশ নিতে হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম সরকার সরকার বলেন, দেবীদ্বার উপজেলা আ.লীগ কমিটির কোন কার্যকারিতা নেই তা আলোচনায় উঠে এসেছে। কমিটির কার্যকারিতা না থাকলে সংগঠন টিকে না, নেতা তৈরী হয়না। এমন অনেক যোগ্য নেতা রয়েছেন যারা নতুন কমিটি না হওয়ায় নেতৃত্বে আসতে পারছে না। আমার সময়ে এক সময় ভেবেছিলাম, সম্মেলন করে কমিটি করব, কিন্তু একেক নেতা একেক দিকে। তাঁরা চার নেতা চারদিকে থাকলে আমাদের এমন কি পড়েছে যে তাদের ডিঙ্গিয়ে কমিটি করব? দলীয় কার্যালয় সম্পর্কে জানতে চাইলে দলের এ নেতা আরও বলেন, কেন্দ্রীয়ভাবে নির্দেশনা রয়েছে নিজস্ব দলীয় কার্যালয় থাকতে হবে। কিন্তু কে কার কাজ করে। সবাই নিজের চিন্তাই ব্যস্ত।
আওয়ামী রাজনীতিতে গ্রুপিং থাকলেও তা প্রকট নয় দাবি করে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান বলেন, আওয়ামীলীগ বড় দল গ্রুপিং থাকবেই। সবাই দলের মনোনয়ন চায়। দলীয় সভা-সমাবেশে অনুপস্থিত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, এটি সঠিক নয়, যারা এসব বলছে তারা কি পদে আছে? সেটা আগে দেখতে হবে।
উল্লেখ্য- একই ইউনিটের মুরাদনগর উপজেলার সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৩ সালে। একই বছর সম্মেলন হয়েছিল তিতাস ও হোমনা উপজেলায়। মেঘনা উপজেলায় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ১২ ডিসেম্বর। সম্মেলনের তারিখ অনুযায়ী ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে দাউদকান্দি উপজেলার।
তবে আগামী ১৫ জুনরে মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুন দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে বৃহত্তর মুরাদনগর উপজেলার সম্মেলনের দিনক্ষন ঠিক করবেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মো. আলমগীর কবির।