ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ফার্মেসী ব্যবসায়ীকে হুমকি থানায় অভিযোগ
Published : Tuesday, 24 May, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় এক ফামের্সী ব্যবসায়ীকে মারধর করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উক্ত ঘটনায় থানায়  একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ীর নাম মো: ইলিয়াছ । তিনি জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা বাজারের গ্রীন স্টার ফার্মেসীর মালিক ও ঐ গ্রামের শিশু মিয়ার পুত্র।
অভিযোগসূত্রে জানা যায়, বাজগড্ডা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র কবির হোসেন তার বড় ভাই আক্তার হোসেনের (৪৫)  ছত্রছায়ায় এলাকায় নানারকম অপকর্ম করে আসছে। সে এলাকায় প্রায় লোকের সাথে ঝগড়া বিবাধে লিপ্ত থাকে। কবির হোসেনের ভয়ে কেউ কোন কথা বলতে পারেনা। দীর্ঘদিন থেকে ভোগÍভোগীর ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে নানা ষড়যন্ত্রে সে লিপ্ত রয়েছে। যে কোন সময় যে কোন ধরনের ক্ষতি করাসহ হত্যার হুমকিও দেওয়া হয়েছে। গত ২০ মে সন্ধায় ইলিয়াছ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়ায় এখন নিরাপত্তাহীনতায় ভোগছেন ঐ ব্যবসায়ী।
অভিযুক্ত কবির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। কবির হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, গত শুক্রবার বিকেলে বাজারে হাতাহাতির ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম। কি নিয়ে এই ঘটনা ঘটেছে তা আমি জানিনা। বিষয়টি এলাকায় সমাধানের চেষ্টা করা হচ্ছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহিদুল ইসলাম জানান, গত ২০ মে আদর্শ সদর উপজেলার বাজগড্ডাবাজারে যে ঘটনা ঘটেছে তার সত্যতা পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিকট থেকে জানতে পারলাম কবির মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা তদন্ত করছি। মাদকের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো। ব্যবসায়ীর সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য অভিযুক্ত কবির ও আক্তার হোসেনকে পাইনি। আসলে ঐদিন কি ঘটেছিল তা বিস্তারিত বক্তব্যের জন্য  তাদেরকে থানায় আসতে খবর পাঠিয়েছি।