ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা
Published : Tuesday, 24 May, 2022 at 12:00 AM, Update: 24.05.2022 12:53:56 AM
কুমিল্লায় মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভাকুমিল্লা প্রতিনিধি ||
‘ডিজিটাল যুগে পরিমাপ’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় মেট্রোলজি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা সভাপতি ও বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক ডক্টর ওয়ালী উল্লাহ ।
সভায় বিএসটিআই কুমিল্লা সহকারী পরিচালক (মেট্রোলজি) পূজন কর্মকার, সহকারী পরিচালক (রসায়ন) শাহ আলম, সহকারী পরিচালক (সিএম) শহিদুল ইসলাম, বেকারি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইট প্রস্তুকারী মালিক সমিতির আব্দুল মতি, দার্জিলিং ব্লাক টি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাসুম হামিদসহ জেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক খোদেজা খাতুন বলেন, শিল্প কারখানায় উৎপাদিত ও বিপণন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপের ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবী। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদন থেকে শুরু করে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ভোক্তা সাধারণ যাতে সঠিক মানসম্পন্ন পণ্য সঠিক পরিমাণে পেতে পারেন সে জন্য পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণসহ পণ্যের মোড়কে নিট ওজনের পাশে (ন) লোগো (মার্ক)-এর ব্যবহার এবং নিট ওজন ও সর্ব্বোচ্চ খুচরা মূল্য লেখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের গুণগত মান ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধি করবে বলে জানান।
সভার প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান বলেন, ভোক্তা সাধারণের সঠিক ওজনে ও মাণে পণ্য পেতে পারে তার জন্য বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএসটিআই’র বর্তমানে সক্ষমতা অনেক বাড়ছে। গুণগত মান সম্মত পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে বিএসটিআই’র নির্দেশনা অন্তরে ধারণ করতে হবে।