ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মদিনা পোলট্রি এন্ড ফিশারীর এক কর্মচারীর বিদ্যুৎ পৃষ্টে মর্মান্তিক মৃত্যু
Published : Tuesday, 24 May, 2022 at 12:00 AM, Update: 24.05.2022 12:53:39 AM
বুড়িচংয়ে মদিনা পোলট্রি এন্ড ফিশারীর এক কর্মচারীর বিদ্যুৎ পৃষ্টে মর্মান্তিক মৃত্যু সৌরভ মাহমুদ হারুন।।
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ঝলম এর মাসুম মিয়ার মদিনা পোলট্রি এন্ড ফিশারীর রাকিবুল হাসান নামের এক কর্মচারীর বিদুৎ এর তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর ঝলম গ্রামের মাসুম মিয়ার মদিনা পোলট্রি এন্ড ফিশারীতে গত ৩ দিন পূর্বে রাকিবুল হাসান(২৫) নামের এক যুবক চাকুরী নেয়। সে রং পুর জেলার বদর গঞ্জ উপজেলার বুজরফবাগ গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে রাকিবুল হাসান। সোমবার দুপুর ১২.৩০ মিনিটে মদিনা পোলট্রি এন্ড ফিশারীর পুকুরে মাছ ধরার জন্য রাকিবুল হাসান মোটরে বিদ্যুৎ এর তার সংযোগ দেয়ার সময় তারের লিক থেকে সে বিদ্যুৎ এ জড়িয়ে যায়। এসম তার সহকর্মী গণ তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ি এস আই মোঃ রুহুল আমিন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করে।
এস আই মোঃ রুহুল আমিন বলেন মদিনা পোলট্রি এন্ড ফিশারীর পুকুরে মাছ ধরার জন্য রাকিবুল হাসান মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারের লিক (ছেড়া তারে) জড়িয়ে গেলে সহ কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।