ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৮৬ শতাংশ
Published : Friday, 20 May, 2022 at 12:00 AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো আপত্তি থাকলে এক মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। সেইসঙ্গে নির্ধারিত সময়ের পর এ সম্পর্কিত কোনো আপত্তি/অভিযোগ গৃহীত হবে না।
সারাদেশে এলএলবি শেষপর্ব পরীক্ষায় ১০ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশ নেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।