ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় ইংরেজি রচনা লেখা ও বিতর্কে প্রথম মোহনা
Published : Friday, 20 May, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় উপস্থিত ইংরেজি রচনা লেখা ও একক বির্তক আন্তঃউপজেলা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মাফরুহা মমতাজ মোহনা। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুমিল্লার হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনির্ধারিত বিষয়ের ওপর তাৎক্ষণিকভাবে ইংরেজি রচনা লেখা প্রতিযোগিতা ও উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা ক্যাটাগরিতে ‘ক’ গ্রুপে প্রথম হন মাফরুহা মমতাজ মোহনা। তার রচনার বিষয় ছিল ‘কম্পিউটার’ এবং বিতর্কের বিষয় ছিল- ‘শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড’। সে উপজেলার কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং গতকাল বৃহস্পতিবার এর ফলাফল ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়, পরে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হবে।