শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
Published : Monday, 16 May, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। শনিবার বিকালে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করেন শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক সভাপতি ডা. ফেরদৌস খন্দকার শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার আহবায়ক রাশেদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ডা. ফেরদৌস খন্দকার বলেন, শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিযোগী করার লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আমার পক্ষ যত ধরেণর সহযোগিতা প্রয়োজন আমি করব। আমি দেবিদ্বারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ তাদের দক্ষতা ও যোগ্যতা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার যুদ্ধে নেমেছি। আমি জানি আমার একার পক্ষে এটি সম্ভব নয়, আমি এ ক্ষেত্রে সমাজে আলো দানকারী শিক্ষকদের আন্তরিক সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা, মনোবল ও সাহস পেলে আমি দেবিদ্বারে শিক্ষার মানোন্নয়ন ও বিস্তারে বিপ্লব সৃষ্টি করব। এছাড়াও সভায় শিক্ষার গুণগত মানোন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে শিক্ষক- শিক্ষার্থী, সুশিল সমাজ, সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সঠিকভাবে পাঠদান, কলেজে মোবাইল ফোন ব্যবহার না করা ও শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণসহ বিভিন্ন পরামর্শ দেয়াসহ নানা দিক নিয়ে আলোচনা করেন, জাফরগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, বড়শালঘর এবিএম গোলাম মোস্তাফা আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল খালেক, কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ইয়াকুব আলী, দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. তোফায়েল হায়দার, আদর্শ টেকিনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, গঙ্গামণ্ডল মডেল কলেজের অধ্যক্ষ মো. পলাশ ভূইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার সদস্য সচিব মো. আবদুর রহমান।