বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দিলেন ডা.ফেরদৌস খন্দকার
Published : Monday, 16 May, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় ইউসুফপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় এ চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। নিউইয়ার্কের চিকিৎসক শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা.ফেরদৌস খন্দকার এ চিকিৎসা সেবা দেন। এসময় তিনি নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন রোগের প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসহ ওষুধ বিতরণ করেন।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, এলাকার মাটি ও মানুষের টানে বারবার ছুঁটে আসি। ঘুরিফিরি মানুষের দ্বারে দ্বারে। ইচ্ছে হলো যেহেতু দেশে এসেছি মানুষকে চিকিৎসা সেবা দেই, তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়ি এ কাজে। মানুষের জন্য এ কাজগুলো আমাকে মানসিক শান্তি দেয়। আজকে ইউসুফপুরে প্রায় ২০০ মানুষকে এ সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।
শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার শাখার সদস্য সচিব মো. আবদুর রহমান বলেন, ডা. ফেরদৌস খন্দকার ইউসুফপুরে আসবেন জেনে প্রচুর রোগীর ভীর জমেছে। তিনি প্রায় ২০০ রোগী দেখেছেন ও তাদের বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশনের দেবিদ্বার উপজেলা শাখা ও ইউসুফপুর শাখার নেতৃবৃন্দ।