ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদককারবারী ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে দেবিদ্বারে মানববন্ধন
Published : Monday, 16 May, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে চিহ্নিত মাদককারবারী, সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের লোকজন ও মারধরের শিকার একাধিক  ভুক্তভোগী  পরিবার। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার নারী-পুরুষসহ সর্বস্ততরের জনতা অংশ নেন।   
রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য হাজী আবদুল মতিন, মো. শহিদুল ইসলাম সরকার, গোলাম মোস্তফা, ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে মো. লাকি আক্তার, শাখাওয়াত হোসেন, আশিকুর রহমান, আল-আমিন প্রমুখ।   
বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদের সভাপতিত্বে ইউপি সদস্য হাজী আবদুল মতিন বলেন, সন্ত্রাসী নজরুল ইসলাম, আলমগীর হোসেন, বাচ্চু মিয়া, মঞ্জু, মাদক সরবরাহকারী আঁখি, শামীমসহ তাদের দলবল ও বহিরাগত লোকজন দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে। তারা এলাকায় নিরীহ লোকদের মারধর, মাদক সরবরাহ, জমি দখল, চাঁদা আদায়সহ নানা অপকর্মে জড়িত। তাঁদের বিরুদ্ধে দেবিদ্বার থানাসহ জেলার বিভিন্ন থানায় ৭টি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী মামলা চলমান রয়েছে। তাঁরা গ্রেফতারের পর কারাগার থেকে জামিনে বের হয়ে ফের অপরাধী কাজে জড়িত হয়। এলাকাবাসী তাদের কয়েক দফায় সালিশ বৈঠক করেও বিষয়টি সমাধান করতে পারেনি। তাঁদের বিভিন্ন অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাঁদের  সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে  জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
ভুক্তভোগী লাকি আক্তার, সাখাওয়াত হোসেন, আশিক ও আল-আমিন বলেন, উল্লেখিত সন্ত্রাসীরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। তাঁরা আমাদের পরিবারের লোকজনের ওপর হামলা করে ঘর বাড়ি ভাঙচুর করেছে। অহেতুক রাস্তায় কাউকে একা পেলে মারধর করে মোবাইল ফোন ছিনতাইসহ আটক রেখে চাঁদা দাবি করে। এতদিন তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সামাদ বলেন, তাদের থেকে আমাদের রেহাই করুন, তাদের অপরাধের মাত্রা এত বেড়ে গেছে যে, এলাকাবাসী আজ ফুঁসে উঠেছে। সন্ত্রাসীদের কারণে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরে লোকজন  এলাকায় প্রতিবাদ সভা ও মিছিল করে।  
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, মাদক ও বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন কাউকেই এলাকায় থাকতে দেওয়া হবে না। অপরাধারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ও লিখিত অভিযোগ পেলে সাথে সাথে গ্রেফতার করা হবে।